Education LevelsResults & NoticesSchool/College NoticesSecondary

বন্যার কারণে ৩ বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর অধীনে কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (৯ জুলাই, ২০২৫) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উক্ত দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অধিকাংশ রাস্তা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এই অবস্থায়, শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিষয়টি ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button