প্রথম অধ্যায়ঃ হিসাববিজ্ঞান পরিচিতি
[Chapter 1 – Chattogram Board – 2023] [প্রশ্ন-০৩]
সাবেরি রহমান ২০২২ সালের ১ জুন তারিখে নগদ ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র এবং ৭,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়ঃ
তারিখ | বিবরণ |
জুন-০২ | ব্যবসায়ের জন্য চেয়ার ও টেবিল ক্রয় ২০,০০০ টাকা। |
জুন-০৪ | জাকিরের নিকট হতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা। |
জুন-০৭ | রাব্বির নিকট পণ্য বিক্রয় ২২,০০০ টাকা। |
জুন-১২ | সুমাকে ঋণ দেওয়া হলো ১৫,০০০ টাকা। |
জুন-২৫ | রাব্বির নিকট হতে ২,০০০ টাকা পাওয়া গেল। |
জুন-২৭ | সুমার ঋণ আদায় হলো ৫,০০০ টাকা। |
জুন-৩০ | কর্মচারী কামালকে বেতন প্রদান ৩,০০০ টাকা। |
ক) প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।
খ) জুন ১, ৪, ১২ ও ৩০ তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো।
গ) জুন ২, ৭, ২৫ ও ২৭ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের কোন উপদানের কীরূপ পরিবর্তন এনেছে তা ছক আকারে উপস্থাপন করো।
[Chapter 1 – Rajshahi Board – 2023] [প্রশ্ন-০৩]
জনাব মামুন নগদ ৮০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনসমূহ সম্পন্ন হয়েছিলঃ
জানু-০২ | ব্যাংক হিসাব খোলা হলো ৩০,০০০ টাকা। |
জানু-০৫ | পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো ৫,০০০ টাকা। |
জানু-০৮ | ৮,০০০ টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। |
জানু-১০ | বাকিতে সাপ্লাইজ ক্রয় ৫,০০০ টাকা। |
জানু-১২ | নগদে ভাড়া প্রদান ৮০০ টাকা। |
জানু-২০ | ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা। |
জানু-২৫ | ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫০০ টাকা। |
জানু-৩১ | পণ্য বিক্রয় ৮,০০০ টাকা। |
ক) উপর্যুক্ত তথ্যাবলির মধ্যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো।
খ) জানুয়ারি ১-১২ তারিখ পর্যন্ত লেনদেনসমূহের সাথে জড়িত হিসাব এবং তাদের স্বাভাবিক জের উল্লেখ করো।
গ) উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব ছকের মাধ্যমে দেখাও।
[Chapter 1 – Dhaka Board – 2023] [প্রশ্ন-০৩]
মি. রহমান ২০২২ সালের ১ জুন ব্যাংক জমা ২০,০০০ টাকা, নগদ ৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৪,০০০ টাকা ও আসবাবপত্র ১৫,০০০ টা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপঃ
জুন-০৩ | ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১০,০০০ টাকা। |
জুন-০৮ | নগদে যন্ত্রপাতি ক্রয় ৫,০০০ টাকা। |
জুন-১৩ | পণ্য বিক্রয় ২০,০০০ টাকা যার মধ্যে নগদে পাওয়া গেল ১২,০০০ টাকা। |
জুন-১৭ | বেতন প্রদান ৬,০০০ টাকা। |
জুন-২২ | নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা। |
জুন-৩০ | ১০% সুদে বিনিয়োগ করা হলো ২০,০০০ টাকা। |
ক) উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ কত?
খ) ১. ১৭, ২২ ও ৩০ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
গ) উক্ত মাসের শেষে মি. রহমানের মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
[Chapter 1 – Jashore Board – 2023] [প্রশ্ন-০৩]
জনাব সাকিল ২০২২ সালের ১ জুন তারিখে নগদ ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকার অফিস সরঞ্জাম ও ৪০,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপঃ
জুন-০২ | পণ্য ক্রয় নগদে ১০,০০০ টাকা। |
জুন-০৪ | আয়কর প্রদান করা হলো ২,০০০ টাকা। |
জুন-০৬ | অফিস কর্মীকে বেতন প্রদান ৮,০০০ টাকা। |
জুন-১০ | অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় ৩০,০০০ টাকা। |
জুন-১৫ | নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন ৩,০০০ টাকা। |
জুন-২৮ | নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা। |
ক) জনাব সাকিলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
খ) ২, ৪, ১০ ও ২৮ তারিখের লেনদেনগুলোর হিসাবখাত নির্ণয় করে হিসাবের শ্রেণিবিভাগ দেখাও।
গ) ১, ৬, ১০ ও ২৮ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন কর।
[Chapter 1 – Sylhet Board – 2023] [প্রশ্ন-০৩]
জনাব মান্নান ২০২২ সালের জানুয়ারি ১ তারিখে নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হলোঃ
জানু-০৩ | নগদে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা। |
জানু-০৭ | রহিমের নিকট থেকে ধারে ক্রয় ৩০,০০০ টাকা। |
জানু-১০ | ধারে পণ্য বিক্রয় করা হলো ৮০,০০০ টাকা। |
জানু-১৪ | মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,০০০ টাকা। |
জানু-১৮ | মনিহারি ক্রয় করা হলো ৫,০০০ টাকা। |
জানু-৩০ | অফিসের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। (৮০% ধারে) |
ক) আসবাবপত্র ক্রয়ে নগদ অর্থের পরিমাণ নির্ণয় কর।
খ) মাস শেষে মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
গ) হিসাব সমীকরণে ১, ৩, ১০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর প্রভাব টেবুলার ছকে দেখাও।
[Chapter 1 – Barisal Board – 2023] [প্রশ্ন-০৩]
জনাব জসিম ২০২২ সালের ১লা জুলাই তারিখে নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা মূল্যের একটি কম্পিউটার নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ
জুলা-০৩ | নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। |
জুলা-০৭ | ৭. অফিস সরঞ্জাম ক্রয় ১৫,০০০ টাকা। |
জুলা-০৯ | ৯ নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। |
জুলা-১৬ | ১৬ শাহীনের নিকট হতে ক্রয় ৩৫,০০০ টাকা। |
জুলা-১৮ | ১৮ ফাহিমের নিকট বিক্রয় ৪৫,০০০ টাকা। |
জুলা-২৭ | ২৭ পাওনাদারকে পরিশোধ করা হলো ৩০,০০০ টাকা। |
জুলা-২৮ | ২৮ প্রাপ্য হিসাব হতে আদায় হলো ২৫,০০০ টাকা। |
জুলা-৩০ | ৩০ কর্মচারীর বেতন প্রদান করা হলো ১০,৫০০ টাকা। |
ক) প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।
খ) উপরিউক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাও।
গ) জুলাই মাসের আয় বিবরণী তৈরি কর।
[Chapter 1 – Dinajpur Board – 2023] [প্রশ্ন-০৩]
জনাব রাসেল ২০২২ সালের ১ জুলাই তারিখে নগদ ১,২০,০০০ টাকা, ১০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপঃ
জুলা-০২ | নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। |
জুলা-০৪ | রায়হানের নিকট হতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। |
জুলা-০৫ | অফিসের জন্য মাসিক ৩০,০০০ টাকায় একটি বাড়ি ভাড়া করেন। |
জুলা-০৬ | আরিফের নিকট পণ্য বিক্রয় ৬,০০০ টাকা। |
জুলা-০৭ | মাসিক ৪০,০০০ টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেয়া হলো। |
জুলা-১০ | জামালের নিকট হতে ১২,০০০ টাকা ঋণ নেয়া হলো। |
জুলা-২৫ | আরিফের নিকট হতে ২,০০০ টাকা আর পাওয়া যাবে না। |
জুলা-২৮ | কর্মচারী রফিককে বেতন প্রদান ৪,০০০ টাকা। |
জুলা-৩০ | জামালের ঋণের ৫,০০০ টাকা পরিশোধ করা হলো। |
ক) লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় কর।
খ) জুলাই ১০, ২৫, ২৮ ও ৩০ তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিভাগসহ হিসাবখাত নির্ণয় কর।
গ) জুলাই ১, ২, ৪ এবং ৬ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব বিবরণী ছকে দেখাও।
[Chapter 1 – Dhaka Board – 2019] [প্রশ্ন-০৩]
সেলিম ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিঃ
নগদ ১,০০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ১,৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ৪০,০০০ টাকা।
জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপঃ
জানু-০৫ | ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। |
জানু-০৮ | নগদ ৩০,০০০ টাকা এবং ধারে ৯০,০০০ টাকার পণ্য ক্রয়। |
জানু-১০ | তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান ১৫,০০০ টাকা। |
জানু-১২ | বিবিধ খরচ পরিশোধ ১.২০০ টাকা। |
জানু-১৬ | ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় ১,২০,০০০ টাকা (নগদে ৬০%, ধারে ৪০%)। |
জানু-২৫ | একজন খরিদ্দারের নিকট হতে ৩০,০০০ টাকা পাওয়া গেল। |
জানু-২৮ | অগ্রিম প্রদত্ত ভাড়ার ১ মাস অতিক্রান্ত হয়েছে। |
ক) প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও।
খ) টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও।
গ) ২০১৮ সালের ৩১ জানুয়ারি সমাপ্ত মাসের আয় বিবরণী প্রস্তুত কর।