চতুর্থ অধ্যায়ঃ রেওয়ামিল
ভুল সংশোধনী সংক্রান্ত সমস্যা:
[Chapter 4 – Dhaka Board – 2024] [প্রশ্ন-০৬]
৩১ ডিসেম্বর তারিখে শিহাব ট্রেডার্স-এর বইতে রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত অশুদ্ধিগুলো ধরা পড়ে:
১. জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত ১২,০০০ টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে।
২. মালিক কর্তৃক ৫,০০০ টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে।
৩. জনাব কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা ভুলবশত বহিঃফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
৪. বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
ক. ১নং ও ২নং ভুলের শ্রেণি উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় করো।
খ. উদ্ঘাটিত ভুলের সংশোধনী জাবেদা লেখো।
গ. বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি করো।
[Chapter 4 – Barisal Board – 2022] [প্রশ্ন-১১]
আযম এন্টারপ্রাইজের হিসাব বইতে রেওয়ামিল তৈরির পর নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে:
১. যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা, যা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে ।
২. বিক্রয় হিসাবের যোগফল ৭,০০০ টাকা কম দেখানো হয়েছে। ।
৩. জীবন বিমা প্রিমিয়াম ২,৩০০ টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে।
৪. যন্ত্রপাতি মেরামত ব্যয় ২,৭০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে।
৫. ৯,৫০০ টাকার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসাবে ৮,৭০০ টাকা লেখা হয়েছে।
৬. প্রদেয় হিসাব পরিশোধ ৩,০০০ টাকা কিন্তু তার হিসাব লেখা হয়নি।
ক. উপর্যুক্ত তথ্যাবলি হতে নীতিগত ভুল/ভুলসমূহ চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো ।
খ. ২, ৩, ৪ ও ৫ নং তথ্যগুলোর ভুল সংশোধনী জাবেদা দাখিলা দেখাও।
গ. অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের ৪,৮০০ টাকা ধরে একটি অনিশ্চিত হিসাব তৈরি করো।
[Chapter 4 – Sylhet Board – 2022] [প্রশ্ন-০৭]
৭. জনাব সিফাত এর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ:
হিসাবের প্রাথমিক বই ও খতিয়ান পরীক্ষা করে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ল।
হিসাবের শিরোনাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
মূলধন | ৯৪,০০০ | |
বিমা সেলামি | ৫,০০০ | |
বেতন | ১০,০০০ | |
প্রাপ্য হিসাব | ৩০,০০০ | |
কমিশন প্রাপ্তি | ২,০০০ | |
প্রদেয় হিসাব | ২০,০০০ | |
উত্তোলন | ১০,০০০ | |
ক্রয় | ৩০,০০০ | |
বিনিয়োগ | ১৫,০০০ | |
ব্যাংক জমার সুদ | ৫০০ | |
আসবাবপত্র | ৪০,০০০ | |
প্রারম্ভিক মজুদ পণ্য | ২৫,০০০ | |
ব্যাংক জমা | ৬,০০০ | |
বিনিয়োগের সুদ | ৩,০০০ | |
বিক্রয় | ৬৫,০০০ | |
আমদানি শুল্ক | ৩,৫০০ | |
অনিশ্চিত হিসাব | ১০,০০০ | |
১,৮৪,৫০০ | ১,৮৪,৫০০ |
i. ক্রয় হিসাবের যোগফল কম দেখানো হয়েছে ৫,০০০ টাকা।
ii. বেতন পরিশোধ ৩,০০০ টাকা নগদান হিসাবে ক্রেডিট করা হলেও বেতন হিসাবে ডেবিট করা হয়নি। iii. বিক্রয় হিসাবের যোগফল বেশি দেখানো হয়েছে। ২,০০০ টাকা।
iv. আসবাবপত্র মেরামত ৩,০০০ টাকা, আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে।
ক. i. ও iv. নং ভুলের জন্য জাবেদা দাখিলা দাও ।
খ. অনিশ্চিত হিসাব প্রস্তুত করো।
গ. ভুল সংশোধনের পর সংশোধিত রেওয়ামিল তৈরি করো।
[Chapter 4 – Rajshahi Board – 2022][প্রশ্ন-০৫]
৩১-১২-২০২১ তরিখে রিমি স্টোর এর হিসাব বইতে রেওয়ামিল তৈরির পূর্বে নিম্নবর্ণিত ভুলগুলো ধরা পড়েঃ
১. শ্যামা এর নিকট থেকে প্রাপ্ত ৫০,০০০ টাকা ইমা এর হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে।
২. স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন ১০,০০০ টাকা বিক্রয় বইয়ে লেখা হয়েছে।
৩. বাকিতে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা বহিঃ ফেরত বইয়ে লেখা হয়েছে।
8. ১০,০০০ টাকার পণ্য ক্রয় বিক্রয় বইয়ে লেখা হয়েছে।
ক. ১ ও ২ নং ভুলের শ্রেণি উল্লেখ করো ।
খ. ভুলগুলোর জন্য সংশোধনী জাবেদা তৈরি করো।
গ. বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ২৫,০০০ টাকা ধরে রিমি স্টোর এর বিক্রয় হিসাব প্রস্তুত করো।
[Chapter 4 – Dhaka Board – 2022] [প্রশ্ন-০৮]
রূপশালী ট্রেডার্স এর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নোক্ত ভুলগুলো ধরা পড়েঃ
i. ১০,০০০ টাকার মেশিন বিক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে।
ii. ধারে বিক্রয় ৩০,০০০ টাকা ভুলবশত বিক্রয় হিসাবে ৩,০০০ টাকা লেখা হয়েছে।
iii. ২০,০০০ টাকা বেতন প্রদান করে বেতন হিসাবে দু’বার ডেবিট করা হয়েছে।
iv. স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন ৮,০০০ টাকা ভুলবশত হিসাবের বইতে লেখা হয়নি।
ক. নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো।
খ. ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও।
গ. বিক্রয় হিসাবের জের ২,৮৩,০০০ টাকা ধরে বিক্রয় হিসাব এবং অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের ৪৭,০০০ টাকা ধরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো।