৮ম অধ্যায়ঃ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব
[Chapter 8 – Dhaka Board – 2022] [প্রশ্ন-০৬]
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে আবীর এন্ড সন্স ৩,২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ ৩০,০০০ টাকা এবং সংস্থাপন বায় ৫০,০০০ টাকা। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ৫ বছর এবং উক্ত বছর শেষে এটি ২০,০০০ টাকায় বিক্রয় করা যাবে বলে প্রতীয়মান হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে। বার্ষিক ২০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. ২০২০ এবং ২০২১ সালের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ২০২০ ও ২০২১ সালের জন্য মেশিন হিসাব ও অবচয় খরচ হিসাব প্রস্তুত কর ।
[Chapter 8 – Dhaka Board – 2022] [প্রশ্ন-০৬]
চৌধুরী এন্ড কোং ২০১৮ সালের ১ জুলাই তারিখে ৪,২০,০০০ টাকা মূল্যে একটি যন্ত্র ক্রয় করে। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত হয়।
ক. অবচয়ের হার নির্ণয় কর।
ঘ. প্রথম ৪ বছরের একটি অবচয় তালিকা তৈরি কর।
গ. ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর ।
[Chapter 8 – Rajshahi Board – 2022] [প্রশ্ন-০৬]
জনাব শাকিল রাব্বী ০১-০১-২০২০ তারিখে চীন থেকে ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন। মেশিনটি আমদানি শুল্ক ১০,০০০ টাকা। বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ৩৫,০০০ টাকা। মেশিনটি আনুমানিক জীবনকাল ১০ বছর। ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা । প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকার্য সমাপ্ত করা হয় ।
ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর ।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৪ বছরের অবচয় নির্ণয় কর।
গ. স্থিরকিস্তি পদ্ধতিতে ৪ বছরের মেশিন হিসাব প্রস্তুত কর ।
[Chapter 8 – Jashore Board – 2022] [প্রশ্ন-০৭]
মোহনা ট্রেডার্সের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ: ২০২০ ও ২০২১ সালের অবচয়সংক্রান্ত জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ২০২০ ও ২০২১ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
[Chapter 8 – Jashore Board – 2022] [প্রশ্ন-০৯]
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে হামিম ট্রেডার্স ৪,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৬০,০০০ টাকা প্রদান করল। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,৫০,০০০ টাকা। হামিম ট্রেডার্স ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. অবচয়ের হার এবং প্রথম বছরের অবচয় নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের মেশিন হিসাব এবং অবচয় হিসাব তৈরি কর।
গ. প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
[Chapter 8 – Cumilla Board – 2022] [প্রশ্ন-০৬]
মুশফিক এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ৮,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল ২,০০,০০০ টাকা, যার মধ্যে মজুরি অন্তর্ভুক্ত ছিল ৫০,০০০ টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা অনুমান করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় প্রতি বছর ৩১ ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত?
খ. প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও ।
গ. প্রথম দুই বছরের জন্য মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত কর।
[Chapter 8 – Cumilla Board – 2022] [প্রশ্ন-০৬]
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে শিশির ট্রেডার্সের যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ৪,০০,০০০ টাকা (ক্রয়মূল্য) এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৮,০০,০০০ টাকার একটি নতুন মেশিন ক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। হিসাব বন্ধের তারিখ ৩১ ডিসেম্বর।
ক. ২০১৯ ও ২০২০ সালের অবচয় নির্ণয়ের সারণি প্রস্তুত কর।
খ. ২০১৯ ও ২০২০ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ।
গ. ২০১৯ ও ২০২০ সালের অবচয় খরচ হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
[Chapter 8 – Chattogram Board – 2022] [প্রশ্ন-০৬]
রাফি এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ১৬,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে।মেশিনটির আমদানি শুল্ক ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ২০২০ সালের বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. ২০২০ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ।
গ. ২০২০ এবং ২০২১ সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
[Chapter 8 – Chattogram Board – 2022] [প্রশ্ন-০৬]
জনাব সামাদ ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকার একটি নতুন মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। জনাব সামাদ প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে তাঁর হিসাব বন্ধ করেন। তিনি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা তৈরি কর।
গ. ২০১৮ এবং ২০১৯ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
[Chapter 8 – Sylhet Board – 2022] [প্রশ্ন-০৬]
সাদিয়া এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৬ সালে ২,৫০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে ৫০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এবং হিসাব বছর শেষ হয় ৩১ ডিসেম্বর তারিখে।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. প্রথম চার বছরের অবচয় তালিকা প্রস্তুত কর
গ. প্রথম চার বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
[Chapter 8 – Sylhet Board – 2022] [প্রশ্ন-০৬]
ফাহাদ ট্রেডার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরও ১,০০,০০০ টাকা ব্যয় করেন। ২০১৮ সালের ১ এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি ৩,০০,০০০ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করেন যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবছরের ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।
ক. দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৮ ও ২০১৯ সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।