
তৃতীয় অধ্যায়: ব্যাংক সমন্বয় বিবরণী
[Chapter 3 – Dhaka Board – 2025] [Q-04]
জনাব প্রবাল একজন ব্যবসায়ী। তাঁর ২০২৪ সালের জুন মাসের ৩০ তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের পরিমাণ ১১,৫০০ টাকা, যা নগদান বই ও ব্যাংক বিবরণী তুলনা করে গরমিলের নিম্নোক্ত কারণগুলো চিহ্নিত করা হলো:
i. পাওনাদারের বরাবর মোট ৫৫,০০০ টাকার ৫টি চেকের মধ্যে মোট ৪০,৩০০ টাকার ৩টি চেক পরিশোধের জন্য জুন ৩০ তারিখে ব্যাংকে উপস্থাপিত হয়েছে।
ii. ৫,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৪,৯০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে, যাহা নগদান বইয়ে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে।
iii. ব্যাংক চার্জ ৩০০ টাকা এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
iv. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ২,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
v. ঋণের কিস্তি বাবদ ৬,৬০০ টাকা ব্যাংক পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি।
ক. বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো।
খ. উপর্যুক্ত তথ্যানুসারে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. যে সকল লেনদেন নগদান বইয়ে লেখা হয়নি সেগুলোর জাবেদা দাখিলা দেখাও।
[Chapter 3 – Dhaka Board – 2025] [Q-10]
২০২৪ সালের ৩১ জুলাই তারিখে XYZ কোং-এর নগদান বইয়ের উদ্বৃত্ত ছিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত ছিল ২৮,৫০০ টাকা। উভয় উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ নিম্নরূপ:
i. দেনাদার কর্তৃক ব্যাংকে জমা ২,৫০০ টাকা যাহা নগদানভুক্ত হয়নি।
ii. ইস্যুকৃত চেক যাহা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি ৭,০০০ টাকা।
iii. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১,৫০০ টাকা।
iv. ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি ২০,০০০ টাকা।
v. অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
vi. ব্যাংক চার্জ ৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
ক. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের যোগফল নির্ণয় করো।
খ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
গ. iii, iv, v ও vi নং লেনদেনের সাহায্যে আমানতকারীর বইয়ে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো।
ময়মনসিংহ বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৬)
সোনালী ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল ১,০৮,৩০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণীতে এর ভিন্নতা দেখা দেয়। কারণসমূহ নিম্নরূপ:
i. পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২৮,৫৫০ টাকা।
ii. আদায়ের জন্য ব্যাংকে ১৭,৫০০ টাকা ও ২৩,৩০০ টাকার দুটি চেক জমা দেওয়া হয়েছিল ১ম চেকটির টাকা আদায় হয়েছে।
iii. ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ ৯,৮০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
iv. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা ১৫,৫০০ আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
v. ১৩,৭০০ টাকার একটি প্রাপ্য বিল ৫০০ টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য দ্বারা ডেবিট করা হয়েছে।
vi. ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ১,৮০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৪০০ টাকা।
vii. ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬,৮০০ টাকা।
ক. (v) নং দফায় নগদান বইতে কত টাকা বেশি লেখা হয়েছে?
খ. একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. (iii), (iv), (vi) এবং (vii) নং লেনদেনের জাবেদা দাখিলা দাও।
রাজশাহী বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৭)
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিহাব এন্টারপ্রাইজ-এর নগদান বই ও ব্যাংক বিবরণী গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো:
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ১,৬৫,০০০ টাকা।
(২) ৩০,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও, ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ৫,৫০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১২,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২০,০০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
(৭) ৮০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
ক. ব্যাংক হিসাবে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
খ. উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা দাখিলা দাও।
দিনাজপুর বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৬)
কনকর্ড লি. প্রতিদিনের নগদ প্রাপ্তি ব্যাংকে জমা দেয় এবং সকল পরিশোধ চেকের মাধ্যমে নিষ্পন্ন করে। ডিসেম্বর ৩১, ২০২৪ তারিখে ব্যাংক বিবরণীতে জমা ৩৮,৮৮০ টাকা, কিন্তু হিসাব বইতে ব্যাংক জমা ৪৩,২৫০ টাকা। তথ্য অনুসন্ধানে দেখা যায়-
(১) বকেয়া চেকের পরিমাণ ৪,২৫০ টাকা।
(২) ডিসেম্বর ৩১ তারিখে সান্ধ্যকালীন সময়ে ব্যাংকে জমা ৮,৩৮০ টাকা ব্যাংক বিবরণীতে আসে নাই।
(৩) ব্যাংক সার্ভিস চার্জ ১৪০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৪) পাওনাদারকে প্রদত্ত ৩,১৫০ টাকার চেক হিসাব বইয়ে ৪,০৫০ টাকা লেখা হয়েছে।
(৫) বিগত সময়ের ব্যাংক জমাতিরিন্তের সুদ ১,০০০ টাকা বিবরণীতে দেখানো হয়েছে।
ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো।
খ. কনকর্ড লি.-এর বইতে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
গ. কনকর্ড লি.-এর বইতে প্রয়োজনীয় সাধারণ জাবেদা দাও।
[Chapter 3 – Chattogram Board – 2025] [প্রশ্ন-০৬]
হিরা এন্টারপ্রাইজ-এর ২০২৪ সালে ৩১ মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২২,৫০০ টাকা যা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সমান ছিলনা। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণসমূহ নিম্নরূপ:
(i) ৫,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু চেকটি ব্যাংক কর্তৃক ৩ এপ্রিল, ২০২৪ আদায় হয়েছে
(ii) ব্যাংক কর্তৃক ৩,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(iii) ১০,০০০ টাকার একটি প্রাপ্য নোট ৯,৫০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে পূর্ণমূল্যে ডেবিট করা হয়েছে।
(iv) একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে ৬,৭০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(v) ব্যাংক চার্জ কর্তন করেছে ২০০ টাকা যা নগদানভুক্ত হয়নি
ক. উপর্যুক্ত তথ্য হতে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো।
খ. উপর্যুক্ত তথ্য থেকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. নগদান বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
সিলেট বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৬)
মি. রহমান-এর ব্যাংক বিবরণী ও নগদান বই সম্পর্কিত তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো:
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।
(ii) বিনিয়োগের সুদ ১২,০০০ টাকা ও লভ্যাংশ বাবদ ৮,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা হয়েছে যা নগদান বই এ লিপিবদ্ধ হয়নি।
(iii) পাওনাদার বরাবর ৯,০০০ টাকা, ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকার মোট তিনটি চেক ইস্যু করা হয়েছে যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(iv) ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ২০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে যা নগদান বই এ লেখা হয়নি।
(v) আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনও আদায় হয়নি।
(vi) ব্যাংক পাওনাদারকে ২,০০০ টাকা প্রদান করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি।
(vii) ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে ৯,৫০০ টাকায় ভাঙ্গানো হয়েছে কিন্তু নগদান বই এ সম্পূর্ণ মূল্য হিসাবভুক্ত করা হয়েছে।
ক. অপরিশোধিত চেকের পরিমাণ কত টাকা?
খ. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. (ii), (iv), (v) ও (vi) লেনদেনের জাবেদা করো।
যশোর বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৭)
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সবুজ এন্ড কোম্পানি-এর নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল ৮০,০০০ টাকা। কিন্তু নগদান বহির সাথে পাশ বহির উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। যথাযথ অনুসন্ধানের পর গরমিলের নিম্নলিখিত কারণগুলো উদঘাটিত হয়:
(১) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট ৪৬,০০০ টাকার চেক নগদান বইতে লেখা হয়নি।
(২) ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ ৫০,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(৩) পাওনাদার বরাবর ইস্যুকৃত ১০,০০০ টাকা এবং ১৪,০০০ টাকার দুইটি চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৪) একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় ২৫,০০০ টাকা কিন্তু নগদান বইতে ১৭,০০০ টাকা লেখা হয়েছে।
(৫) জমাকৃত ৭,০০০ টাকার চেক ব্যাংক আদায় করেছে কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত নগদানভুক্ত হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৭০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ২০০ টাকা এখনও নগদানভুক্ত হয়নি।
ক. ৩ ও ৪নং দফার জাবেদা দাখিলা দেখাও।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
গ. উপরের তথ্যের মাধ্যমে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
বরিশাল বোর্ড ২০২৫। (প্রশ্ন-০৫)
জনাব হাসান-এর হিসাব বই হতে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে:
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮০,০০০ টাকা।
(২) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৬,০০০ টাকা।
(৩) ব্যাংক একজন পাওনাদারের ১১,০০০ টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি।
(৪) দেনাদার কর্তৃক সরাসরি ১২,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি।
(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত ২,০০০, টাকা।
(৬) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা এবং মঞ্জুরিকৃত ব্যাংক সুদ ৩০০ টাকা নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি।
ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ কত?
খ. উপরোক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. ৪, ৫ ও ৬ নং লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।
[Chapter 3 – Chattogram Board – 2024] [প্রশ্ন-০৫]
২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিপা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে:
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৬,০০০ টাকা।
(২) আদায়ের জন্য প্রেরিত ১৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা ও ৩০,০০০ টাকার মোট তিনটি চেকের মধ্যে ১ম চেকটি আদায় হয়েছে।
(৩) ২০,০০০ টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৪) ব্যাংক দেনাদার হতে ২৪,০০০ টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৩,০০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক. ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো।
খ. আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
[Chapter 3 – Chattogram Board – 2024] [প্রশ্ন-১১]
মুশফিক ট্রেডার্সের ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে নগদান বই ও ব্যাংক বিবরণী সংক্রান্ত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো:
(১) নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা ১,২৩,০০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ৩০,০০০ টাকা এবং শেয়ারের লভ্যাংশ ১০,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৩) ৪৪,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৪) ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৪০,০০০ টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ১০,০০০ টাকার জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৬) ২০,০০০ টাকার প্রাপ্য বিল ১৯,০০০ টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে।
ক. ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো।
খ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
গ. আমানতকারীর বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
[Chapter 3 – Sylhet Board – 2024] [প্রশ্ন-০৮]
নিম্নলিখিত লেনদেনগুলো রূপম বিপণীর হিসাবের বই থেকে ৩০ জুন ২০২৩ তারিখে নেওয়া হয়েছে:
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,০০০ টাকা।
(ii) ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ৩,২০০ টাকা যা নগদানভুক্ত হয় নাই।
(iii) ব্যাংকে চেক জমা করা হয়েছে ২,১০০ টাকা যা এখনও আদায় হয়নি।
(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক হিসাবে জমাদান ২,৭০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
(v) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১০০ টাকা ও ব্যাংক চার্জ ৫০ টাকা যা নগদান বই-এ লেখা হয়নি।
(vi) পাওনাদার বরাবরে মোট ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছিল যার মধ্যে ১,০০০ টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল।
ক. আমানতকারীর হিসাবের বই-এ (v) নং দফার জাবেদা করো।
খ. শুধুমাত্র ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত করা হয়েছে এইরূপ দফাগুলো চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
গ. একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
[Chapter 3 – Dhaka Board – 2023] [প্রশ্ন-০৭]
মি. সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। উক্ত মাসের তার লেনদেনগুলো নিম্নরূপ:
১. ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপন করা হয় নাই।
২. ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে যা এখনও আদায় হয় নাই।
৩. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই।
৪. ব্যাংক কর্তৃক ১০,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই।
৫. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয় নাই।
৬. ব্যাংক ৫০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই।
ক) ব্যাংক বিরণীতে লেখা হয়নি, এইরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
খ) ৩নং, ৪নং, ৫নং ও ৬নং দফার জাবেদা দাখিলা দাও।
গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
[Chapter 3 – Dinajpur Board – 2023] [প্রশ্ন-০৫]
নিম্নলিখিত তথ্যাবলি ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে আলম ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে:
১. ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা।
২. ১,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি।
৩. ব্যাংকে ৪,৫০০ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভুলে তা ডেবিট করা হয়েছে।
৪. ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা আদায় করে ক্রেডিট করেছে যা নগদান বইতে লেখা হয়নি।
৫. চেক ইস্যু করা হয়েছে ৮০০ টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়েছে ৮,০০০ টাকা।
৬. আদায়ের জন্য জমাকৃত ৯,০০০ টাকার চেক ভুলে নগদান বইতে ৯০০ টাকা লেখা হয়েছে।
ক) ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় করো।
খ) প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ) দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। (ধর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৯১,৭০০ টাকা।)
[Chapter 3 – Cumilla Board – 2024][প্রশ্নঃ-৬]
নিম্নের তথ্যাবলি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে:
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩৫,০০০ টাকা।
(২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৮,০০০ টাকা।
(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৬,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৪) চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২০,০০০ টাকা।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩৪,০০০ টাকা।
ক. নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
খ. একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
[বরিশাল শিক্ষা বোর্ড ২০২২]
সাহা স্টোরস-এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপঃ
১. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-০৩-২০২২) ৩০,০০০ টাকা।
২. আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৭,০০০ টাকা।
৩. চেক কাটা হয়েছে, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ৫,০০০ টাকা।
৪. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা।
৫. ব্যাংক চার্জ ১,২০০ টাকা।
৬. জমাকৃত চেক যা অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ৩,০০০ টাকা।
৭. ৬,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৫,৭০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।
৮. ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ করেছে, যা এখন পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি ১,০০০ টাকা।
৯. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি ৩,০০০ টাকা।
ক) ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো।
খ) উপর্যুক্ত লেনদেন দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
গ) ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
[যশোর শিক্ষা বোর্ড ২০২২]
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনালী ব্রাদার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে:
১. পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।
২. প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৩. ৭.৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি।
৪. ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৫. ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
৬. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৩৫০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক) ২ ও ৪ নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।
খ) শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় করো।
গ) ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে উপরোক্ত লেনদেনগুলো নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
[বরিশাল শিক্ষা বোর্ড ২০২২]
৬. সাহা স্টোরস এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপঃ
১. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-০৩-২০২২) ৩০,০০০ টাকা।
২. আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৭,০০০ টাকা।
৩. চেক কাটা হয়েছে, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ৫,০০০ টাকা।
৪. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা।
৫. ব্যাংক চার্জ ১,২০০ টাকা
৬. জমাকৃত চেক যা অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ৩,০০০ টাকা।
৭. ৬,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৫,৭০০ টাকায় ব্যাংকে বাট্টা কর হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।
৮. ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ করেছে, যা এখন পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি ১,০০০ টাকা।
৯. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি ৩,০০০ টাকা।
ক. ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো।
খ. উপর্যুক্ত লেনদেন দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
গ. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিল দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
[যশোর শিক্ষা বোর্ড ২০২২]
৫. আলম ব্রাদার্সের ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ: ১. নগদান বই মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২১ ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
২. জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা। ৩ ২,০০০ টাকা।
৩. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি
৪. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫০ টাকা।
৫. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা ।
৬. ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।
৭. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি ।
৮. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা ।
৯. ব্যাংক ৫০০ টাকা প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ।
ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?
খ. ১, ২, ৩, ৪ ও ৫ নং লেনদেন দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
]গ. ৪, ৫, ৬ ও ৭ নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
[যশোর শিক্ষা বোর্ড ২০২২]
৬. ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনালী ব্রাদার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে:
১. পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা ।
২. প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৩. ৭.৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি।
৪. ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৫. ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
৬. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৩৫০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক. ২ ও ৪ নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।
খ. শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় করো ।
গ. ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে উপরোক্ত লেনদেনগুলো নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
[সিলেট শিক্ষা বোর্ড ২০২২]
৮. জনাম রহিম একজন ব্যবসায়ী। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব এবং নগদান বই পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল;
নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,৫০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০ টাকা।
পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৬০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে মোট ৪৫,০০০ টাকার দুটি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।
3. দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট ৪৫,০০০ টাকার দুটি চেক এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই হিসাব বছরে শুধুমাত্র প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।
4. ৩,০০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,৫০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।
5. বিনিয়োগের সুদ ১৫,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।
6. আদায়ের জন্য ৫,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি।
7. ব্যাংক জমার সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ওরধার্যকৃত চার্জ ২,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।
ক. অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো।
খ. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।
[চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০২২]
৭. ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে হানিফ এন্টারপ্রাইজ এর নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলোঃ
১. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ১,৬০,০০০ টাকা।
২. ৩০,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৩. ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ৫৫,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
৪. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১২,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৫. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৬. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২০,০০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
৭. ৮০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি ।
ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
খ. উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।
[কুমিল্লা শিক্ষা বোর্ড ২০২২]
৬. মিঠু রহমানের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছেঃ
১. নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা ।
২. ১৫,০০০ টাকার ১টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
৩. ১০,০০০ টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৪. দেনাদার কর্তৃক ২০,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৫. ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত ৫,০০০ টাকা।
৬. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ১,৫০০ টাকা।
৭. ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ১,০০০ টাকা ও ধার্যকৃত চার্জ ৪০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনগুলোর তালিকা তৈরি করো।
খ. উপর্যুক্ত তথ্যাবলি থেকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ।
[দিনাজপুর শিক্ষা বোর্ড ২০২২]
৯. ২০২১ সালের ৩১ জুলাই তারিখে শাফিন ট্রেডার্স এর নগদান বহির উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৩২০ টাকা, গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ
১. দেনাদার কর্তৃক সরাসরি জমাদান ১,৩০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
২. ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি ৯,২০০ টাকা।
৩. মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন ১৫০ টাকা; যা নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি।
৪. ইস্যুকৃত্ চেক যা এখনো ভাঙানো হয়নি ৩,৬০০ টাকা।
৫. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৭৭০ টাকা।
ক. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ কত?
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
[দিনাজপুর শিক্ষা বোর্ড ২০২২]
১১. নিম্নোক্ত তথ্যাদি জনাব নাহিদ এর হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে নেওয়া হয়েছেঃ
১. নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
২. ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি ২,০০০ টাকা ।
৩. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫০ টাকা।
ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।
৫. ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।
৬. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা যা নগদান বহিতে লিখা হয়নি ।
৭. আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ৬,০০০ টাকা।
৮. ব্যাংক কর্তৃক স্থায়ী নির্দেশনা মোতাবেক বিমা প্রিমিয়াম পরিশোধ ১,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
ক. ব্যাংক এর ডেবিট মেমোরেন্ডাম এর পরিমাণ কত টাকা ?
খ. উপযুক্ত তথ্যাবলির আলোকে সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতপূর্বক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করো।
গ. ৩, ৪, ৫ ও ৬ নং তথ্যাবলির আলোকে জাবেদা প্রস্তুত করো (ব্যাখ্যার দরকার নেই)।
[রাজশাহী শিক্ষা বোর্ড ২০২২]
১০. ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে তিতলি ট্রেডার্সের নগ উদ্বৃত্ত ছিল ২৮,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণীর সাথে নগদ উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিম্নবর্ণিত গরমিলগুলো পাওয়া যায়ঃ
১. পরিশোধের জন্য ৬,৫০০ টাকা এবং ৩,৫০০ টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু প্রথম চেকটি এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
২. আদায়ের জন্য ব্যাংকে ৩,০০০ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু তা নগদান বহিতে লেখা হয়নি।
৩. ২,৫০০ টাকার একটি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বহিতে লেখা হয়নি।
৪. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১৫০ টাকা নগদ বইয়ে লেখা হয়নি।
ক. ১ নং আইটেম অনুযায়ী কত টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে।
খ. নগদান বইয়ে লেখা হয়নি এরূপ টাকার পরিমাণ নির্ণয় করো।
গ. একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
[ময়মনসিংহ শিক্ষা বোর্ড ২০২২]
৮. ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাপলা ট্রেডার্স-এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৮,২০০ টাকা ছিল। কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না। অনুসন্ধান করে নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়ঃ
১. ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি ৫,০০০ টাকা।
২. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা ৩,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
৩. আদায়ের জন্য জমাকৃত ১০,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
৪. ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক ৮,০০০ টাকা।
৫. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা।
৬. ব্যাংক চার্জ ৩০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক. ক্রমিক নং ৪ এর জাবেদা দাখিলা দাও ।
খ. প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ. কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের পরিমাণ কত?