Education LevelsResults & NoticesSchool/College NoticesSecondary

এসএসসির ফলে পাসের হার ও জিপিএ-৫ এ বড় পতন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫, উভয় সূচকেই বড় ধরনের পতন ঘটেছে। ২০২৫ সালের পরীক্ষায় সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। একই সাথে কমেছে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

আজ বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে নিজ নিজ ফলাফল প্রকাশ করে। এবার ফলাফল প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪২ হাজার ৭৯৭ জন।

বিভিন্ন বোর্ডের ফলাফল

এ বছর কোনো কেন্দ্রীয় সংবাদ সম্মেলন না হওয়ায় শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল ঘোষণা করছে। যদিও সব বোর্ডের আলাদা আলাদা পাসের হার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমন্বিতভাবে পাওয়া যায়নি, তবে সার্বিক ফলাফলে বড় ধরনের পতনের চিত্রই ফুটে উঠেছে। বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছেন।

শিক্ষাকরা বলছেন, পাসের হার ও জিপিএ-৫ একসঙ্গে এত বড় ব্যবধানে কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। এর কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করছেন তারা। ফলাফলের এই অবনতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

One Comment

  1. হাই, আমি আপনার মূল্য জানতে চেয়েছিলাম.

Leave a Reply to Simonhoirl Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button