২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ও সময়সূচি প্রকাশ

খোলা বই ডেস্ক || প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫||

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা ও সময়সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে।

ভর্তির আবেদন ও ফল প্রকাশ

এ বছর ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ জুলাই, ২০২৫ (বুধবার) এবং চলবে ১১ আগস্ট, ২০২৫ (সোমবার) পর্যন্ত। পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • অনলাইনে আবেদন গ্রহণ: ৩০ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৫।
  • আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি: ১২ আগস্ট, ২০২৫।
  • পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিতদের আবেদন গ্রহণ: ১৩ থেকে ১৪ আগস্ট, ২০২৫।
  • ১ম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫ (রাত ৮:০০ টায়)।
  • ২য় পর্যায়ে আবেদন গ্রহণ: ২৩ থেকে ২৫ আগস্ট, ২০২৫।
  • ২য় পর্যায়ের ফল প্রকাশ ও ১ম মাইগ্রেশন: ২৮ আগস্ট, ২০২৫ (রাত ৮:০০ টায়)।
  • ৩য় পর্যায়ে আবেদন গ্রহণ: ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫।
  • ৩য় পর্যায়ের ফল প্রকাশ ও ২য় মাইগ্রেশন: ৩ সেপ্টেম্বর, ২০২৫ (রাত ৮:০০ টায়)।
  • ভর্তি: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৫।
  • ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার)।

আসন সংরক্ষণ ও নির্বাচন পদ্ধতি

কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ৯৩% আসন মেধার ভিত্তিতে সকলের জন্য উন্মুক্ত থাকবে। 18মুক্তিযোদ্ধা কোটায় ৫% আসন সংরক্ষিত থাকবে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২% আসন সংরক্ষিত থাকবে।

সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে মেধাক্রম নির্ধারণের জন্য মোট প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। 21বিজ্ঞান বিভাগে সমান নম্বর পেলে পর্যায়ক্রমে সাধারণ গণিত, উচ্চতর গণিত/জীববিজ্ঞান, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

ভর্তি ও অন্যান্য ফি

  • অনলাইন আবেদন ফি: ২২০ টাকা।
  • শিক্ষার্থী নিশ্চায়ন ফি: ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় রেজিস্ট্রেশন, ক্রীড়া, রোভার/রেঞ্জার ফিসহ সর্বমোট ৩৩৫ টাকা বোর্ডে জমা দিতে হবে।

সেশন চার্জ ও ভর্তি ফি (এমপিওভুক্ত প্রতিষ্ঠান):

  • ঢাকা মেট্রোপলিটন: ৫,০০০ টাকা।
  • অন্যান্য মেট্রোপলিটন: ৩,০০০ টাকা।
  • জেলা পর্যায়: ২,০০০ টাকা।
  • উপজেলা/মফস্বল: ১,৫০০ টাকা।

সেশন চার্জ ও ভর্তি ফি (নন-এমপিও/আংশিক এমপিওভুক্ত):

  • ঢাকা মেট্রোপলিটন: বাংলা ভার্সন ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৮,৫০০ টাকা।
  • অন্যান্য মেট্রোপলিটন: বাংলা ভার্সন ৫,০০০ টাকা, ইংরেজি ভার্সন ৬,০০০ টাকা।
  • জেলা পর্যায়: বাংলা ভার্সন ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সন ৪,০০০ টাকা।

উপজেলা/মফস্বল: বাংলা ভার্সন ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৩,০০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে না। 35 নীতিমালার কোনো ব্যত্যয় ঘটলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ এম.পি.ও. ভুক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

About Admin

Check Also

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: জাতির কফিনে শেষ পেরেক?

উত্তরা মাইলস্টোন স্কুলের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ৩১ জনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Skip to toolbar