একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর মনেই দুশ্চিন্তা—পছন্দের কলেজে সুযোগ হয়নি বা আবেদন করা হয়নি, এখন কী হবে? চিন্তার কোনো কারণ নেই! যারা প্রথম পর্যায়ে কলেজ পায়নি বা আবেদন করতে পারেনি, তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ, ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে অনলাইনে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত। তাই দেরি না করে ঝটপট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলো।
কারা আবেদন করতে পারবে এই পর্যায়ে?
এই ধাপে মূলত তিন ধরনের শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে: ১. যারা প্রথম পর্যায়ে আবেদন করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হওনি। ২. যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েও নির্ধারিত ফি দিয়ে ভর্তির ‘ নিশ্চায়ন’ সম্পন্ন করোনি। ৩. যারা প্রথম পর্যায়ে কোনো কারণেই আবেদন করতে পারোনি।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা
- আবেদন শুরু: ২৩ আগস্ট, ২০২৫ (শনিবার), সকাল ৯টা।
- আবেদন শেষ: ২৫ আগস্ট, ২০২৫ (সোমবার), রাত ৮টা।
- ফল প্রকাশ (সম্ভাব্য): ২৭ আগস্ট, ২০২৫। (চূড়ান্ত তারিখের জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে চোখ রাখো)।
আসন ফাঁকা, তাই চিন্তার কারণ নেই!
ভর্তি নিয়ে দুশ্চিন্তা করার আগে একটি তথ্য জেনে নাও, যা তোমাকে অনেকটাই নির্ভার করবে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। অন্যদিকে, সারা দেশের কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ৩৩ লাখ ২৫ হাজার।
অর্থাৎ, পাস করা শিক্ষার্থীর সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি আসন ফাঁকা রয়েছে। তাই মেধা ও পছন্দ অনুযায়ী কলেজ নির্বাচন করলে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
একনজরে প্রথম পর্যায়
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজ ভর্তির প্রথম পর্যায়ে দেশজুড়ে প্রায় ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। গত ২০ আগস্ট প্রথম পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়। যারা সুযোগ পেয়েছ, তাদের নিশ্চায়ন প্রক্রিয়াও প্রায় শেষের দিকে।
এখন দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে বাকি শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাচ্ছে। তাই সময় নষ্ট না করে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলো।
সকলের জন্য শুভকামনা!