ব্রেকিং নিউজ: মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

খোলা বই ডেস্ক | ২২ জুলাই, ২০২৫, ভোর
সারাদেশে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে প্রথম এই তথ্য জানান। তিনি লেখেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
এর কিছুক্ষণের মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন।
পরবর্তীতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ রাত সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।”
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
এর আগে, রাতে শিক্ষা বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গভীর রাতে পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

About The Author

About Admin

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: ৪র্থ ও সর্বশেষ ধাপের আবেদন শুরু

যে সকল শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, …

Leave a Reply

error: Content is protected !!
Skip to toolbar