খোলাবই ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০২৫, চট্টগ্রাম।
‘আন্ত: বেপজা পাবলিক স্কুল ও কলেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম বেপজা পাবলিক স্কুল ও কলেজের ৫২ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। আজ (২১ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা অফুরন্ত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সড়কপথে সাভারের উদ্দেশে রওনা দেয়।
২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সাভার ইপিজেডে অবস্থিত বেপজা পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বেপজা পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অংশ নেবে। বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেডের শিক্ষার্থীরাও এই মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার জন্য প্রস্তুত।
চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী এই দলে রয়েছে ৪৬ জন কৃতি শিক্ষার্থী এবং তাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য রয়েছেন ৬ জন তত্ত্বাবধায়ক শিক্ষক। দলটি ভলিবল, ক্যারম, বাংলা ও ইংরেজি বিতর্ক, সংগীত এবং সাধারণ জ্ঞানের মতো বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে। স্কুল ও কলেজ উভয় শাখার প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়েই এই দল গঠন করা হয়েছে।
যাত্রার পূর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রফেসর নাজমুল হক সিকদার, দলের সকল সদস্যকে শুভকামনা জানান। তিনি বলেন, “আমি আমাদের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি, তারা শৃঙ্খলার সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের সেরাটা দিয়ে প্রতিষ্ঠানের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে।” তাঁর এই অনুপ্রেরণামূলক বার্তা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে।
দলটির সার্বিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের ছয়জন অভিজ্ঞ শিক্ষক: এএমএম জায়াদ (সহকারী অধ্যাপক, ইংরেজি), ফরহাদ হোসেন চৌধুরী (ক্রীড়া শিক্ষক), কানিজ ফাতেমা চৌধুরী (সহকারী শিক্ষক, বাংলা), ইকবাল মাহমুদ (সহকারী শিক্ষক, ইংরেজি), সুস্মিতা রায় (সহকারী শিক্ষক, সংগীত), এবং শাহাদাত হোসেন শুভ (সহকারী শিক্ষক, পদার্থবিদ্যা)।
<
p style=”text-align: justify;”>”খোলাবই” পরিবারের পক্ষ থেকে বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড দলের এই যাত্রাপথের জন্য রইল আন্তরিক শুভকামনা। তাদের হাত ধরেই আসুক সাফল্য, এই আমাদের প্রত্যাশা।