২০২৬ সালের এসএসসি পরীক্ষা: সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পূর্ণাঙ্গ? জেনে নিন বিস্তারিত!

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত জরুরি ঘোষণা এসেছে! তোমাদের পরীক্ষার সিলেবাস কী হবে, তা নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষা বোর্ডগুলো একটি সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের পাঠানো এই জরুরি নির্দেশনাটি সকল শিক্ষা বোর্ডের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চলুন, সহজ করে জেনে নেওয়া যাক কার জন্য কোন সিলেবাস প্রযোজ্য হবে।

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য (যারা প্রথমবার পরীক্ষায় অংশ নেবে)

তোমাদের জন্য সুখবর! যারা ২০২৬ সালে নিয়মিত এসএসসি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করা হবে। অর্থাৎ, তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে না, বোর্ড কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিলেই চলবে।

অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য

যারা ২০২৬ সালের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে অথবা কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর উন্নত করার জন্য (মানোন্নয়ন) পরীক্ষা দেবে, তাদের বিষয়টি ভিন্ন। তোমাদের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস প্রযোজ্য হবে। অর্থাৎ, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না।

এক নজরে মূল তথ্য:

  • নিয়মিত পরীক্ষার্থী (২০২৬): পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
  • অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী (২০২৬): পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে (২০২৫ সালের সিলেবাস অনুযায়ী)

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে অবহিত করা হয়েছে।

তাই আর দেরি না করে, তোমরা নিজ নিজ সিলেবাস অনুযায়ী প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের সকলের জন্য “খোলাবই”-এর পক্ষ থেকে রইলো শুভকামনা!

About The Author

About Admin

Check Also

শিক্ষার সহজ পাঠ

পর্ব ৯: পরীক্ষা, নাকি মূল্যায়ন? শিক্ষায় সঠিক মূল্যায়নের গুরুত্ব “শিক্ষার সহজ পাঠ” সিরিজের গত পর্বগুলোতে …

Leave a Reply

error: Content is protected !!
Skip to toolbar