Dictionary of Accounting

🔍 দ্রুত খোঁজার টিপস: আপনি যদি পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন, তবে Ctrl + F চেপে যেকোনো ইংরেজি বা বাংলা শব্দ দ্রুত খুঁজে পেতে পারেন। অথবা নিচের অক্ষরগুলোতে ক্লিক করুন।
A B C D E F G H I J L M N O P R S T U V W Y Z

A – বর্ণ

ইংরেজি টার্ম (Term) বাংলা অর্থ ব্যাখ্যা ও ব্যবহার
Account হিসাব / খাত লেনদেনগুলোকে শিরোনাম অনুযায়ী শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা।
Accounting হিসাববিজ্ঞান আর্থিক তথ্যাবলি শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ ও সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহের প্রক্রিয়া।
Accounts Receivable প্রাপ্য হিসাব / দেনাদার বাকিতে পণ্য বিক্রয় বা সেবার বিনিময়ে গ্রাহকের কাছে যে টাকা পাওনা থাকে। এটি চলতি সম্পদ।
Accounts Payable প্রদেয় হিসাব / পাওনাদার সরবরাহকারীর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয়ের ফলে যে দায় সৃষ্টি হয়। এটি চলতি দায়।
Accumulated Depreciation পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পত্তির ওপর এ পর্যন্ত ধার্যকৃত মোট অবচয়ের পরিমাণ। এটি বিপরীত সম্পদ হিসাব।
Accrued Income বকেয়া আয় যে আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো নগদে পাওয়া যায়নি (যেমন: বকেয়া বিনিয়োগের সুদ)।
Assets সম্পদ প্রতিষ্ঠানের মালিকানাধীন অর্থনৈতিক পরিসম্পদ যা ভবিষ্যতে মুনাফা অর্জনে সহায়তা করে।
Amortization অবলোপন অস্পর্শনীয় সম্পত্তি (সুনাম, প্যাটেন্ট) বা কাল্পনিক সম্পত্তির মূল্য ধীরে ধীরে কমিয়ে আনা।
Audit নিরীক্ষা হিসাবের বইগুলোর সঠিকতা এবং সত্যতা যাচাই করার প্রক্রিয়া।
Appreciation মূল্য বৃদ্ধি সময়ের সাথে সাথে কোনো সম্পত্তির (যেমন: জমি) বাজার মূল্য বেড়ে যাওয়া।
Authorized Capital অনুমোদিত মূলধন কোম্পানির স্মারকলিপিতে যে পরিমাণ সর্বোচ্চ মূলধন সংগ্রহের অনুমতি থাকে।

B – বর্ণ

Bad Debts কু-ঋণ / অনাদায়ী পাওনা দেনাদারের কাছ থেকে যে টাকা আর কখনোই আদায় করা সম্ভব হবে না। এটি কারবারের ক্ষতি।
Balance Sheet উদ্বর্তপত্র / স্থিতিপত্র একটি নির্দিষ্ট তারিখে কারবারের মোট সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের বিবরণী।
Bank Overdraft ব্যাংক জমাতিরিক্ত চলতি হিসাব থেকে জমার চেয়ে অতিরিক্ত টাকা উত্তোলন। এটি একটি স্বল্পমেয়াদি দায়।
Bank Reconciliation ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই এবং ব্যাংক বিবরণীর (Pass Book) জেরের গড়মিল মিলকরণ করার বিবরণী।
Bill of Exchange বিনিময় বিল এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে শর্তহীন অর্থ প্রদানের লিখিত আদেশনামা।
Book-keeping হিসাবরক্ষণ লেনদেনগুলো নিয়মিতভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করার পদ্ধতি।

C – বর্ণ

Capital মূলধন মালিক ব্যবসায় যা কিছু বিনিয়োগ করেন (নগদ টাকা, পণ্য বা সম্পদ)। এটি মালিকানা স্বত্বের অংশ।
Cash Flow Statement নগদ প্রবাহ বিবরণী পরিচালন, বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম থেকে নগদ টাকার আগমন ও নির্গমন বিবরণী।
Carriage Inward আন্তঃপরিবহন / ক্রয় পরিবহন পণ্য ক্রয়ের পর গুদামে বা কারখানায় আনার পরিবহন খরচ। এটি প্রত্যক্ষ খরচ।
Carriage Outward বহিঃপরিবহন / বিক্রয় পরিবহন পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার খরচ। এটি পরিচালন ব্যয়।
Closing Stock সমাপনী মজুদ পণ্য হিসাবকাল শেষে যে পণ্য অবিক্রীত অবস্থায় থেকে যায়।
Cost of Goods Sold বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়কৃত পণ্য অর্জন বা উৎপাদনের মোট খরচ। (প্রারম্ভিক মজুদ + ক্রয় + প্রত্যক্ষ খরচ – সমাপনী মজুদ)।
Credit Note ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সময় বিক্রেতা ক্রেতাকে যে চিঠি পাঠায়।
Current Ratio চলতি অনুপাত তারল্য পরিমাপের অনুপাত। সূত্র: চলতি সম্পদ ÷ চলতি দায়।

D – বর্ণ

Debit Note ডেবিট নোট ক্রয় ফেরতের সময় ক্রেতা বিক্রেতাকে যে চিঠি বা নোট পাঠায়।
Debtors দেনাদার যার কাছে ব্যবসায় টাকা পাবে। (আধুনিক নাম: প্রাপ্য হিসাব)।
Depreciation অবচয় স্থায়ী সম্পত্তির ব্যবহার বা সময়ের আবর্তনে মূল্য হ্রাস। এটি অনগদ লেনদেন।
Discount (Trade) কারবারি বাট্টা পণ্য কেনাবেচার সময় তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয়। এটি হিসাবে লিপিবদ্ধ হয় না।
Discount (Cash) নগদ বাট্টা দেনাদার বা পাওনাদারের দেনা-পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় দেওয়া বা পাওয়া যায়।
Dividend লভ্যাংশ কোম্পানির নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়।
Double Entry System দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনের দুটি পক্ষ (ডেবিট ও ক্রেডিট) লিপিবদ্ধ করার বিজ্ঞানসম্মত পদ্ধতি।
Drawings উত্তোলন মালিক কর্তৃক কারবার থেকে নগদ টাকা বা পণ্য ব্যক্তিগত কাজে ব্যবহার করা।

E – বর্ণ

Equity মালিকানা স্বত্ব সম্পদের ওপর মালিকের দাবি। (মূলধন + আয় – ব্যয় – উত্তোলন)।
Errors হিসাবের ভুল হিসাবরক্ষণে অনিচ্ছাকৃত ভুল (যেমন: করণিক ভুল, নীতিগত ভুল)।
Expenses ব্যয় / খরচ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেবা বা পণ্য ব্যবহারের মূল্য।

F – বর্ণ

Face Value অবহিত মূল্য / লিখিত মূল্য শেয়ার বা ঋণপত্রের সার্টিফিকেটে যে মূল্য লেখা থাকে।
Final Accounts চূড়ান্ত হিসাব আর্থিক ফলাফল ও অবস্থা জানার জন্য প্রস্তুতকৃত হিসাব (বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী)।
Fixed Assets স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য অর্জিত সম্পদ (ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি)।
FOB (Free on Board) জাহাজভাড়া মুক্ত এমন শর্ত যেখানে বিক্রেতা জাহাজে পণ্য তুলে দেওয়া পর্যন্ত খরচ বহন করে।

G – বর্ণ

GAAP সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা Generally Accepted Accounting Principles. হিসাবরক্ষণের আন্তর্জাতিক নিয়মাবলী।
General Reserve সাধারণ সঞ্চিতি ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলার জন্য মুনাফা থেকে সৃষ্ট তহবিল।
Goodwill সুনাম ব্যবসায়ের যশ বা খ্যাতির আর্থিক মূল্য। এটি একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ।
Gross Profit মোট লাভ নিট বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়।

H & I – বর্ণ

Historical Cost ঐতিহাসিক মূল্য / ক্রয়মূল্য সম্পদ অর্জনের সময় যে প্রকৃত মূল্য পরিশোধ করা হয়েছিল।
Income Statement আয় বিবরণী নির্দিষ্ট সময়ের লাভ-ক্ষতি নির্ণয়ের বিবরণী।
Insolvent দেউলিয়া যে ব্যক্তির বা প্রতিষ্ঠানের দেনা তার মোট সম্পদের চেয়ে বেশি।
Intangible Assets অস্পর্শনীয় সম্পদ যে সম্পদের কোনো ভৌত আকার নেই (সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক)।
Inventory মজুদ পণ্য বিক্রয়ের জন্য বা উৎপাদনের জন্য সংরক্ষিত পণ্যসামগ্রী।
Invoice চালান ধারে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল।

J – বর্ণ

Journal জাবেদা লেনদেন সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা।
Joint Stock Company যৌথ মূলধনী কোম্পানি আইন দ্বারা সৃষ্ট, চিরন্তন অস্তিত্বসম্পন্ন এবং শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়বিশিষ্ট ব্যবসায়।

L – বর্ণ

Ledger খতিয়ান হিসাবরক্ষণের পাকা বই, যেখানে লেনদেনগুলো শ্রেণিবদ্ধ করে আলাদা শিরোনামে রাখা হয়।
Liabilities দায় তৃতীয় পক্ষের নিকট ব্যবসায়ের দেনা বা বাধ্যবাধকতা।
Liquidity তারল্য সম্পদকে কত দ্রুত নগদে রূপান্তর করা যায় বা দায় পরিশোধের ক্ষমতা।
Long-term Liabilities দীর্ঘমেয়াদি দায় যে ঋণ পরিশোধের জন্য এক বছরের বেশি সময় পাওয়া যায় (যেমন: ঋণপত্র, ব্যাংক ঋণ)।

M – বর্ণ

Manufacturing Account উৎপাদন ব্যয় হিসাব পণ্য তৈরির মোট খরচ নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত হিসাব।
Market Value বাজার মূল্য বর্তমানে বাজারে কোনো সম্পদের যে দাম চলছে।
Matching Principle মিলকরণ নীতি একটি নির্দিষ্ট হিসাবকালের আয়ের বিপরীতে ঠিক ওই সময়ের ব্যয়গুলো মিলকরণ করার নীতি।
Merchandise পণ্যদ্রব্য ব্যবসায়ের কেনাবেচার জন্য রাখা মালপত্র।
Mortgage বন্ধক সম্পত্তি জামানত রেখে ঋণ গ্রহণ করা।

N – বর্ণ

Narration ব্যাখ্যা / কারণ জাবেদার নিচে লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ।
Net Profit নিট লাভ মোট লাভ থেকে পরিচালন ও অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পর যা থাকে।
Nominal Account নামিক হিসাব আয় ও ব্যয় সংক্রান্ত হিসাবসমূহ (যেমন: বেতন হিসাব, বিক্রয় হিসাব)। বছর শেষে এগুলো বন্ধ হয়ে যায়।
Notes Payable প্রদেয় নোট / বিল লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে সৃষ্ট দায়।

O – বর্ণ

Opening Stock প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবকালের শুরুতে যে পণ্য নিয়ে ব্যবসা শুরু হয় (গত বছরের সমাপনী মজুদ)।
Operating Expenses পরিচালন ব্যয় ব্যবসায় পরিচালনার নিয়মিত খরচ (বেতন, ভাড়া, বিদ্যুৎ, বিজ্ঞাপন)।
Owner’s Equity মালিকানা স্বত্ব সম্পদের ওপর মালিকের দাবি।
Overheads উপরি ব্যয় পরোক্ষ খরচসমূহ (যেমন: কারখানা উপরি ব্যয়)।

P – বর্ণ

Partnership অংশীদারি ব্যবসায় চুক্তি অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তির দ্বারা গঠিত ব্যবসায়।
Patent প্যাটেন্ট / কৃতিস্বত্ব কোনো আবিষ্কার বা প্রযুক্তির ওপর একচেটিয়া অধিকার। অস্পর্শনীয় সম্পদ।
Petty Cash Book খুচরা নগদান বই ছোটখাটো খরচ (চা-নাস্তা, রিক্সা ভাড়া) লিপিবদ্ধ করার বই।
Preference Share অগ্রাধিকার শেয়ার যে শেয়ারের মালিকরা লভ্যাংশ ও মূলধন ফেরতে অগ্রাধিকার পায়।
Prepaid Expenses অগ্রিম খরচ সেবা বা সুবিধা পাওয়ার আগেই যে খরচ পরিশোধ করা হয়েছে। এটি চলতি সম্পদ।
Preliminary Expenses প্রাথমিক খরচ কোম্পানি গঠনের প্রাক্কালে যে খরচ হয় (রেজিস্ট্রেশন ফি, আইন খরচ)। অলীক সম্পদ।
Provision ভবিষ্যৎ ব্যবস্থা / সঞ্চিতি জ্ঞাত কোনো দায়ের জন্য আগে থেকেই মুনাফা থেকে টাকা সরিয়ে রাখা (যেমন: কর সঞ্চিতি)।
Purchase Return ক্রয় ফেরত ক্রীত পণ্য ত্রুটির কারণে ফেরত দেওয়া (বহিঃফেরত)।

R – বর্ণ

Real Account সম্পত্তিবাচক হিসাব সম্পদ সংক্রান্ত হিসাব (যেমন: আসবাবপত্র, দালানকোঠা)।
Receipts and Payments প্রাপ্তি ও প্রদান হিসাব অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ লেনদেনের সারাংশ।
Retained Earnings সংরক্ষিত আয় নিট লাভের যে অংশ শেয়ারহোল্ডারদের না দিয়ে কারবারে জমা রাখা হয়।
Revenue আয় / রাজস্ব পণ্য বিক্রয় বা সেবা প্রদান থেকে প্রাপ্ত অর্থ।
Royalty স্বত্বভাড়া / রয়্যালটি খনি, গ্রন্থ বা পেটেন্ট ব্যবহারের বিনিময়ে মালিককে প্রদত্ত ভাড়া।

S – বর্ণ

Salaries বেতন কর্মকর্তা-কর্মচারীদের মাসিক পারিশ্রমিক (পরোক্ষ খরচ)।
Sales Return বিক্রয় ফেরত বিক্রীত পণ্য ক্রেতার কাছ থেকে ফেরত আসা (আন্তঃফেরত)।
Share Capital শেয়ার মূলধন শেয়ার বিক্রি করে কোম্পানি যে পুঁজি সংগ্রহ করে।
Share Premium শেয়ার অধিহার শেয়ারের লিখিত মূল্যের চেয়ে অতিরিক্ত যে মূল্যে শেয়ার বিক্রি করা হয়।
Sole Proprietorship একমালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তির মালিকানাধীন ও পরিচালিত ব্যবসায়।
Solvent স্বচ্ছল যে প্রতিষ্ঠানের দায় পরিশোধের পর্যাপ্ত ক্ষমতা আছে।
Suspense Account অনিশ্চিত হিসাব রেওয়ামিল না মিললে সাময়িকভাবে দুই পাশ সমান করার জন্য খোলা হিসাব।

T – বর্ণ

Tangible Assets দৃশ্যমান সম্পদ যে সম্পদের ভৌত অস্তিত্ব আছে এবং ধরা-ছোঁয়া যায় (যেমন: মেশিন, দালান)।
Trade Discount কারবারি বাট্টা তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয়। এটি হিসাবের বইতে লেখা হয় না।
Trading Account ক্রয়-বিক্রয় হিসাব মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত হিসাব।
Trial Balance রেওয়ামিল খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের তালিকা।

U – বর্ণ

Unearned Revenue অনুপার্জিত আয় / অগ্রিম আয় সেবা দেওয়ার আগেই যে টাকা পাওয়া গেছে। এটি একটি চলতি দায়।
Utilities উপযোগ খরচ গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিলকে একত্রে ইউটিলিটি খরচ বলা হয়।
Useful Life কার্যকাল / আয়ুষ্কাল একটি স্থায়ী সম্পদ যতদিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে বলে আশা করা হয়।

V – বর্ণ

VAT (Value Added Tax) ভ্যাট / মূসক মূল্য সংযোজন কর। পণ্য বা সেবার প্রতিটি স্তরে সংযোজিত মূল্যের ওপর প্রদত্ত কর।
Voucher ভাউচার লেনদেনের সপক্ষে লিখিত প্রমাণপত্র (যেমন: ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার)।

W – বর্ণ

Wages মজুরি শ্রমিকদের কায়িক শ্রমের বিনিময়ে প্রদত্ত পারিশ্রমিক (প্রত্যক্ষ খরচ)।
Work in Progress (WIP) চলতি কার্য যে পণ্যগুলোর উৎপাদন কাজ চলছে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি।
Working Capital কার্যকরী মূলধন / চলতি মূলধন দৈনন্দিন ব্যবসায় পরিচালনার মূলধন। (চলতি সম্পদ – চলতি দায়)।
Written Down Value বহিঃমূল্য / ক্রমহ্রাসমান জের সম্পত্তির ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে।

Y & Z – বর্ণ

Yield উপার্জন হার বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের শতকরা হার।
Zero Based Budgeting শূন্য ভিত্তিক বাজেট অতীতের জের বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ নতুন করে বাজেট তৈরি করার পদ্ধতি।

📝 শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে সাহায্য করুন!

কোনো গুরুত্বপূর্ণ শব্দ বাদ পড়েছে? আমাদের জানান, আমরা দ্রুত যুক্ত করে দেব।
আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

💬 মন্তব্য করে নতুন শব্দ জানান

error: Content is protected !!
Skip to toolbar